পোস্টে আমি আপনাদের জানাবো কিভাবে আপনার ফোনের নোটিফিকেশন অফ করবেন আমরা যারা এন্ড্রয়েড ইউজার আছি তারা আমাদের ফোনে অনেক ধরনের অ্যাপ ইউজ করে থাকি তো অনেক সময় দেখি যে এই অ্যাপ গুলো দিয়ে অনেক নোটিফিকেশন আসে বারবার নোটিফিকেশন আসতে থাকে বিশেষ করে যখন আমরা ফোনের ডাটা অন করি তখন দেখা যায় যে
একসাথে অনেক গুলো নোটিফিকেশন চলে আসে এবং আমাদের ফোনটাকে একদম শুরু করে দেয় স্লো করে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই বিরক্তিকর নোটিফিকেশন থেকে মুক্তি পাবেন কিভাবে এগুলোকে বন্ধ করবেন তো আজকে পোস্টে আমি তিনটি ট্রিক্স শেয়ার করব পুরো পোস্টটি ভাল ভাবে পড়ুন এভাবে পড়লে আপনি এই চির মুক্তি পাবেন নোটিফিকেশনের কোন
সমস্যা থাকবে না তো প্রথমে যে ট্রিক্সটা আছে সেটা হচ্ছে ম্যানুয়াল সেটিংস যে সেটিংস এর মাধ্যমে আপনি এই নোটিফিকেশন বন্ধ করতে পারবেন প্রথমে চলে যাবেন ফোনের সেটিংস এ সেটিং এ যাওয়ার পরে আপনি একটি অ্যাপ ম্যানেজার নামে অপশন দেখতে পাবেন অ্যাপস এ চলে যাবেন যে অ্যাপ গুলো দিয়ে আপনাকে বেশি নোটিফিকেশন দেয়া হয় সে অ্যাপ গুলোর ভিতরে ঢুকুন ঢুকলে দেখতে পাবেন শো নোটিফিকেশন নামে একটি পয়েন্টে টিক মার্ক দেয়া আছে এই টিক মার্কটি
উঠিয়ে দিন এতে আপনার আর নোটিফিকেশন শো করবে না এভাবে আপনি মেনুয়ালি আপনার ফোনের সেটিংস অপশন থেকে এই বাজে নোটিফিকেশন গুলো অফ করতে পারবেন আপনি প্রত্যেকটি অ্যাপ এর নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন আর ফলে আপনাকে ওই অ্যাপসগুলো দিয়ে আর নোটিফিকেশন দিবে না এছাড়াও আপনাদেরকে আরও একটি সহজ উপায় বলে দিচ্ছি
সেটা হচ্ছে ভেকেশন বারটা যদি আপনি স্ক্রল করে নিচে নামান তাহলে দেখতে পাবেন নোটিফিকেশন এর উপরে লং প্রেস করবেন চিহ্নিত একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে সেখানে ব্লক নামে একটি অপশন দেখতে পাবেন সেটা অন করে দিন টিক দিয়ে দেয়ার ফলে ওই অ্যাপ থেকে আপনাকে আর কখনো নোটিফিকেশন দেয়া হবে না করি আরো একটি ট্রিকস হচ্ছে আপনি গুগল প্লে স্টোর থেকে টি অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন অ্যাপ টির নাম হচ্ছে এম ক্লিনার এর লিংক এই পোস্টের উপরে দিয়ে দেয়া হবে তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এই অ্যাপটির মাধ্যমে খুবই সহজে আপনি আপনার ফোনের নোটিফিকেশন গুলো অফ করতে পারবেন এবার আপনি যদি চান কিছু আপনার প্রয়োজনীয় অ্যাপ জার নোটিফিকেশন আপনি বন্ধ করতে চান না সেগুলো বাদে আপনি অন্য সকল অ্যাপের বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করতে পারবেন
অ্যাপটি ওপেন করার পরে আপনার কাছে একটি পারমিশন চাইবে সেটি এল করে দিয়ে অ্যাপ টি ওপেন করুন এর অপশন এ ক্লিক করার পরে সেটিং নামে একটি অপশন দেখা যাবে সেখানে ক্লিক করুন ফোনের যতো গুলো অ্যাপ আছে সেগুলো সেখানে করবে এখান থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপ বাদে বাকি সকল অ্যাপ এর বিরক্তিকর নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন অর্থাৎ অ্যাপস
এর নোটিফিকেশন ব্লক করে রাখতে পারবেন কোন অ্যাপ থেকে নোটিফিকেশন জান আর কোন অ্যাপ থেকে নোটিফিকেশন চান না এগুলো মাথায় রেখে আপনি আপনার সেটিংস টি ঠিক করুন নোটিফিকেশন ক্লিনার নামে একটি অপশন এ টিক দেয়া থাকবে সেই টিক টিক উঠিয়ে দিন তাহলে আপনার এই অ্যাপ থেকেও নোটিফিকেশন আসবে না এই তিনটা ট্রিকসের মাধ্যমে আপনি যদি প্রত্যেকটি ট্রিকস সকল ভাবে ঠিক ভাবে করতে পারেন তাহলে আপনার ফোনে আর কখনো বিরক্ত
আর বিরক্তিকর নোটিফিকেশন আসবে না তো পোস্ট টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন