আজকে যে ট্রিক্সটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে ভাবী আপনি আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজঃ এবং মেমোরি ও স্টোরেজ ফ্রি রাখবেন অনেক সময় দেখা যায় যে আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে তারা এই সমস্যার সম্মুখীন হই যে আমাদের ফোনের মেমোরি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় আপনি মনে করেন 1 জিবি ব্যবহার করলেন আর দেখলেন আপনার ফোনে 2 জিবি মেমরি ব্যবহার করা হয়েছে বলছে এই অবস্থা থেকে আপনি কিভাবে পরিত্রান পাবেন সেটাই জানবেন
আজকে আজকে আমি আপনাদের দুটি ট্রিক্স দেখাবো প্রথমটি হচ্ছে ম্যানুয়াল এবং দ্বিতীয় টি হচ্ছে স্মার্ট অ্যাপ সর্ব প্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার এ চলে যাবেন ফাইল ম্যানেজার এ চলে যাওয়ার পরেই আপনি আপনার এসডি কার্ডে চলে যাবেন অথবা আপনার ফোন স্টোরেজে চলে যাবেন এসডি কার্ডে যাওয়ার পরেই আপনি দেখতে পাবেন নিচের থ্রি ডট একটি মেনু বাটন আছে এটা সাধারনত ওসব আর গো নিয়েই থাকে কোন কোন মোবাইলে এটি উপরে হয়ে থাকে অথবা নিজে হয়ে থাকে এরপর আপনি সেই থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন
ক্লিক করার পরে সেখানে দেখতে পাবেন শো হিডেন ফাইল নামে একটি মেনু সো হিডেন ফাইল এ ক্লিক করার পরে আপনার ফোনের হাইড হওয়া সকল ফাইল দেখিয়ে দিবে ফোনে একলা একলা তৈরি হয়ে যায় এই ফাইল গুলো আপনার মোবাইলের অনেক মেমোরি নষ্ট করে নারে স্টোর এস টি কে ধরে রাখে আর এই ব্লাংক ডাটাগুলোকে আপনি দিল ডিলিট করে দিন এতে আপনার ফোনের সেই জায়গা গুলো আপনি ফেরত পাবেন এগুলো খুবই সাধারণ ভাবে এটার উপরে চেপে ধরবেন তার পরে ডিলিট অপশন পেয়ে যাবেন ডিলিট অপশন এর চাপ দিয়েই আপনার এই ফাইল গুলো ডিলিট করে দিন
আপনার মেমোরি কার্ড অথবা ফোন স্টোরেজের ব্ল্যাক ফাইলগুলো আপনি ডিলিট করতে পারবেন ডিলিট করে দিলে আপনার হারানো জায়গা গুলো ফেরত পাবেন এইচডি মাইক নামে এই অ্যাপটির মাধ্যমে ও আপনি এই ফাইল গুলো ডিলিট করতে পারবেন প্লে স্টোরে গিয়ে আপনি যদি এইচডি মাইট লিখে সার্চ করেন তাহলে আপনি একটি অ্যাপ এ যাবেন এই অ্যাপটি ডাউনলোড করলে এনে
দেখতে পাবেন একটি স্ক্যানড নামক বাটন সেই স্ক্যান এ ক্লিক করার সাথে সাথে আপনি এই স্ক্যান করতে পারবেন স্ক্যান করলেই আপনার সকল হিডেন ফাইল গুলো বের হয়ে আসবে হিডেন ফাইল গুলো আসার পরে আপনি সেগুলো ডিলিট করতে পারবেন ফাইল গুলো ডিলিট করে দিলে আপনার ফোনের সেই নষ্ট হওয়া ব্ল্যাক ফাইলগুলোর জায়গাটা আপনি ফেরত পাবেন আপনার পুরো জায়গাটা হারিয়ে স্টোর হয়ে যাবে তো আজকের পোস্টটি এই পর্যন্ত এই আশা করি সকলে বুঝতে পেরেছেন তো সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন